চট্টগ্রাম মেডিকেল থেকে ৫ দালাল গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে পাঁচজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চমেকের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইফতেখার শাওন (২৯), আলাউদ্দিন প্রকাশ মাসুদ(৪২), মো. সজীব হাওলাদার (২৪), মো. শামীম(২৮), ওমর ফারুক (৩২)।

চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, শনিবার সকালে হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড থেকে ৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সাপেক্ষে তাদের আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালে দালালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এআইটি/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!