রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সঙ্গে দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য নিয়োগ নিয়ে চলছে নানান টালবাহানা। আরএনবির প্রস্তাব অনুযায়ী আপাতত অস্থায়ী হিসেবে ৪০০ জন আনসার ঢাকা ও চট্টগ্রামে দু’মাসের জন্য নিয়োগ দেওয়া হয়। কিন্তু চট্টগ্রাম বিভাগে আনসার সদস্যরা যোগ দিয়েছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে।
গত ১৮ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে অস্থায়ীভাবে আনসার নিয়োগ দেওয়ার বিষয় জানানো হয়। সেই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাস দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করা হয়। এর মধ্যে ঢাকায় ২৩০ জন ও চট্টগ্রাম বিভাগে ১৭০ জনকে দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ডিসেম্বর থেকে দায়িত্ব পালনের কথা উল্লেখ থাকলেও চট্টগ্রাম বিভাগে বেশকিছু স্টেশনে ইতোমধ্যে যোগ দিয়েছেন ২৬ ডিসেম্বর থেকে আনসার সদস্য। ফলে দু’মাসের মধ্যে ডিসেম্বর পুরোটায় চলে গেছে দায়িত্ব বণ্টন করতে করতেই। আনসারদের বেতন নিয়ে অসন্তোষের কারণেই এই এক মাস টালবাহানায় কেটেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
গত ২৬ ডিসেম্বর আরএনবি চট্টগ্রামের বিভাগের কমান্ড্যান্ট মো. রেজওয়ান-উর-রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিভাগের ১৭০ জনের দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ আনসার (পিসি ও এপিসিসহ) করা হয়, চট্টগ্রাম স্টেশনে ২৭ জন, কক্সবাজার স্টেশনে ২৩ জন, পাহাড়তলী কারখানা চৌকিতে ১৯ জন, পাহাড়তলী স্টোরসে ১৮ জন, সিজিপিওয়াই চৌকিতে ১৬ জন, সিজিএমওয়াইয়ে (সাব-ইউনিট) ১৩ জন, লাকসাম চৌকিতে ১৩ জন, সিআরবিতে ১১ জন, চাঁদপুর স্টেশন ইউনিটে ১০ জন, পাহাড়তলী স্টেশনে (সাব-ইউনিট) ৭ জন, অস্ত্র শাখায় ৫ জন, এসআরভিতে (সাব-ইউনিট) ৫ জন এবং চৌমুহনী স্টেশন ইউনিটে ৩ জনকে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে গত ১৪ ডিসেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলে ১৪০০ ও পশ্চিমাঞ্চলে ১৩০০ জনসহ মোট ২৭০০ আনসার দু’মাসের জন্য নিয়োগের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু এরপর অস্থায়ীভাবে ঢাকায় ২৩০ জন ও চট্টগ্রাম বিভাগে ১৭০ জন আনসারের দায়িত্ব বণ্টন করা হয়। এদিকে ডিসেম্বর মাস চলে গেলেও নিয়োগের অনুমতিপ্রাপ্ত বাকি ২৩০০ আনসারের দায়িত্ব বণ্টন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
জানা গেছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাশকতা রোধে আরএনবির সঙ্গে চৌকি, স্টেশন, ইয়ার্ডসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়।
এদিকে দুদকের নির্দেশের পর আরএনবির সদস্যদের ট্রেনের দায়িত্ব থেকে বিরত রাখা হয়। চট্টগ্রাম বিভাগে আরএনবির ১১৩৩ জন কর্মরত আছে। তবে ট্রেন বাদ দিয়ে তারা ইয়ার্ড, চৌকি ও স্টেশনসহ রেলের অন্যান্য জায়গায় দায়িত্ব পালন করছে।
নাম প্রকাশ না করার শর্তে রেলের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আনসার নিয়োগ ডিসেম্বর ও জানুয়ারি মাসের জন্য উল্লেখ করা হলেও। ডিসেম্বর মাসে প্রায় শেষ হতে চললেও কেউ দায়িত্বে যোগ দেয়নি। তবে এরমধ্যে শুধুমাত্র কক্সবাজারের গত ২৬ ডিসেম্বর আনসার সদস্যরা কাজে যোগ দিয়েছেন। অন্যদের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয়ে বনিবনা না হওয়ায় তারা এতদিন কাজে যোগ দেননি। বলতে গেলে ডিসেম্বর মাসটা পুরোটায় চলে গেছে বেতন নিয়ে আলোচনা করতে করতেই।
আনসার নিয়োগের বিষয়ে আরএনবি চট্টগ্রামের বিভাগের কমান্ড্যান্ট মো. রেজওয়ান-উর-রহমান বলেন, ‘এসব নিয়োগ রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই।’
রেলওয়ে বিভাগীয় কর্মব্যবস্থাপক (পূর্ব) সাইফুল ইসলাম বলেন, ‘রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের কাজ। সার্বিক বিবেচনায় নিরাপত্তা জোরদার করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ডিজে