চট্টলা বাস মিনিবাস হিউম্যান হলার পরিবহন মালিক সমিতির এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সহ-সভাপতি পদে শাহেদ আকবরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি সংগঠনের দামপাড়া ইমাম ম্যানসন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সহ সভাপতি মোজাহের হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মোজাহেরের জায়গায় শাহেদ আকবরকে মনোনীত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকরামুল করিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শরীফ মিজান।
সভায় সংগঠনের সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের ধারা অনুযায়ী মোজাহের হোসেনরর মৃত্যুতে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেয়া হয়। এতে সকল সদস্যদের সম্মতিক্রমে মো. শাহেদ আকবরকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়।