চবির এ-ইউনিটের ফল প্রস্তুত, প্রকাশ শুক্রবার সকালে

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল শুক্রবার প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফলাফল বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১১ টায় বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন ইউনিট কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘ফলাফল ফাইনাল স্টেজে আছে। রাতের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে আগামীকাল (শুক্রবার) সকালের দিকে প্রকাশ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘আমরা ফলাফল হাতে পেয়েছি। শুক্রবার ১২টার মধ্যে প্রকাশ করার পরিকল্পনা আছে।’

এর আগে মঙ্গলবার সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্র ও হাটহাজারী কলেজ কেন্দ্রে দুই শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Yakub Group

এ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৫০ জন ও বিকেলের শিফটে অংশ নিয়েছেন ১৫ হাজার ৪৯৯ জন। উপস্থিতির হার ছিল ৬১ শতাংশ।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm