শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নন্দনকানন ইসকনের নানা আয়োজন

0

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম নন্দনকাননের বিভাগীয় প্রধান কার্যালয়।

কার্যালয়ের শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমে জন্মাষ্টমীর শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন শ্রীমান সুবলসখা প্রেম দাস ব্রহ্মচারী।

শুক্রবার (১৯আগস্ট)শ্রীশ্রী গৌর নিতাইকে রথে আরোহণ করে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা মন্দিরের সামনে থেকে শুরু করে জন্মাষ্টমী পরিষদ বাংলাদেশের মহাশোভাযাত্রার সঙ্গে যুক্ত হয়ে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও মন্দিরে এসে শেষ হবে।

শোভাযাত্রায় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন স্থান হতে আগত ভক্তরা অংশ নেবেন।

শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব (রোহিনী নক্ষত্র অষ্টমী তিথি) মহোৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যে মঙ্গলারতি, গুরুপূজা, পরমেশ্বর ভগবানের বিশেষ মহিমাসূচক কৃষ্ণকথা আলোচনা, কীর্তনমেলা, মহাভিষেক, অনুকল্প প্রসাদ বিতরণ করা হবে।

Yakub Group

অনুষ্ঠানের পৌরহিত্য করবেন নন্দনকানন ইসকন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী।

শনিবার (২০ আগস্ট) ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণাবিন্দ স্বামী প্রভুপাদের ১২৬তম শুভ আর্বিভাব তিথি ও নন্দোৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা রয়েছে। এরমধ্যে সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত শ্রীল প্রভুপাদের লীলামৃত আলোচনা, অভিষেক, পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm