চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ১০ হাজার ৩০১ শিক্ষার্থী। যা শতকরার হিসেবে মাত্র ২৮ শতাংশ। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ২৬ হাজার ৩২৩ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
তিনি বলেন, ‘ভোর রাতের দিকে আমরা ফলাফল তৈরি করেছি। ৩৬ হজার ৬২৪ জন পরীক্ষর্থীর মধ্যে ১০ হাজার ৩০১ জন উত্তীর্ণ হয়েছে। বাকিরা ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন। পাশের হার ২৮ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০৩ দশমিক ৫০। ফলাফল আইসিটিতে পাঠানো হয়েছে।’
এদিকে ফল প্রস্তুত হলেও তা এখনও প্রকাশ করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এমআইটি/এমএহক