s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

চবির পদোন্নতি বাের্ড থেকে ডিনের পদত্যাগ

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উর্ধতন সহকারী/সমমানের পদ হতে সেকশন অফিসার/সমমানের আপগ্রেডেশনের মাধ্যমে নিয়ােগের জন্য গঠিত নির্বাচনী বাের্ড থেকে পদত্যাগ করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্লাহ ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগ করেন।

পদত্যাগ পত্রে নিয়ােগ সংক্রান্ত প্রক্রিয়াগত কতিপয় ত্রুটির কারণে আইনী জটিলতা ও সামাজিক ঝুঁকি সৃষ্টি হয়েছে উল্লেখ করে ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন।

পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ‘পদত্যাগ পত্র পেয়েছি। তিনি যেটা মনে করতেছেন, আসলে সেটা না।’

এ দিকে বোর্ড থেকে সদস্য পদত্যাগ করলেও পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বোর্ড চলবে বলে জানিয়েছেন তিনি।

এমআইটি/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm