s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

কুমিল্লা থেকে ট্রলি ব্যাগে মাদক নিয়ে চট্টগ্রামে, ধরা পুলিশের হাতে

0

অন্যজনকে স্বামী সাজিয়ে মাদক ব্যবসা করছিলো মারজান আক্তার (২৯) নামে এক মহিলা। এতদিন এরকম কৌশল করে পার পেয়ে গেলেও বৃহষ্পতিবার ধরা পড়তে হলো পুলিশের হাতে।

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকা থেকে মারজান আক্তারের কাছ থেকে ১০ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামমুখী সৌদিয়া বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে মানিক নামে এক লোককে স্বামী সাজিয়ে সে মাদকের ব্যবসা করে আসছিল। একাধিক মাদক মামলার আসামি মারজানা ও তার কথিত স্বামী মানিক।

আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন জানান, নিয়মিত চেকপোস্টে টহল দেয়াকালীন মারজানা নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০ গেজি গাজা উদ্ধার করা হয়। মারজানা একাধিক মামলার আসামি।

মানিক নামে একজনকে স্বামী সাজিয়ে সে দীর্ঘদিন মাদক কেনা-বেচার ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার প্রকৃত স্বামীর নাম ইমরান হোসেন। তারা খুলশী থানার পাহাড়িকা আবাসিক এলাকায় থাকে।

জিজ্ঞাসাবাদে মারজানা জানায়, সে ট্রলিব্যাগে করে চৌদ্দগ্রাম থেকে মাদক চট্টগ্রামে এনেছে।

এ বিষয়ে আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মো. জহির হোসেন।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm