s alam cement
আক্রান্ত
১০২১৮২
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২১

চবির ভর্তিচ্ছু দামপাড়ায় মলম পার্টির খপ্পরে

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মলম পার্টির খপ্পরে পরে সর্বস্ব খুইয়েছেন এক পরীক্ষার্থী। বর্তমানে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃ্হস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর নাম মো. মারুফ মিয়া। তিনি গাইবান্ধা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন।

চবি গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান জানান, মারুফ বি ইউনিটের পরীক্ষা শেষে বাসে করে দামপাড়া যাচ্ছিল। বাসের মধ্যে কেউ তাকে অজ্ঞাননাশক কিছু খাইয়ে দেয়। দামপাড়া নেমেই সে অচেতন হয়ে পড়ে যায়।

অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। এসময় সেখানে উপস্থিত থাকা চবি সাংবাদিকতা বিভাগের এক ছাত্র তার ব্যাগ ঘেঁটে বুঝতে পারেন তিনি গাইবান্ধা থেকে আসেন। তিনি আমাদের বিষয়টি অবহিত করলে আমরা আমাদের প্রতিনিধি পাঠাই।

মেহেদী আরও বলেন, এসময় তার সঙ্গে থাকা স্মার্ট ফোন ও মানিব্যাগ হাতিয়ে নেওয়া হয়। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

Din Mohammed Convention Hall

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

এমআইটি/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm