s alam cement
আক্রান্ত
৭৩৮১০
সুস্থ
৫৩১৩০
মৃত্যু
৮৬২

চবির সাবেক অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল আর নেই

0

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল মারা গেছেন।

বৃ্হস্পতিবার (২২ জুলাই) ভোর ৬ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন তার ছেলে অনিন্দ্য ইকবাল।

তিনি বলেন, ‘আমার বাবার করোনা আক্রান্ত হয়ে করোনা নেগেটিভও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে হার্ট ও অন্যান্য জটিলতায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় তিনি মারা গেছেন। আজ জোহরের নামাজের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ওনার বাবার কবরের পাশে সমাহিত করা হবে।

অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পড়া শেষ করে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন তিনি।

কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি চালিয়ে যান গবেষণা, সম্পাদনা। তার অন্যতম গ্রন্থ ‘বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা’, ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’, ‘পূর্ববঙ্গে রবীন্দ্র-বক্তৃতা’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘শামসুর রাহমান: নির্জনতা থেকে জনারণ্যে’, ‘আনিসুজ্জামান: সমাজ ও সংস্কৃতি’ উল্লেখযোগ্য।

Din Mohammed Convention Hall

প্রবন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে অধ্যাপক ভূঁইয়া ইকবাল বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

এমআইটি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm