s alam cement
আক্রান্ত
৭৩৮১০
সুস্থ
৫৩১৩০
মৃত্যু
৮৬২

ডুবন্ত বোনকে বাঁচাতে গিয়ে আরেক বোনও তলিয়ে গেল পুকুরের পানিতে

0

পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ ডুবে যাওয়া বোনকে বাঁচাতে গিয়ে ডুবে গেল আরেক বোনও। দুজনের বয়সই ৬। এদের একজনের নাম সাকিবা আকতার, অন্যজনের নাম আনিছা আকতার। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো বোন।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব রাউজান রানীপাড়া গুরা মিয়া চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টার সময় বাড়ির সামনে ফুফুর বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায় মাহাবুবুল আলমের ছয় বছরের শিশুকন্যা সাকিবা। পানিতে খেলার সময়ে সে হঠাৎ ডুবে যেতে থাকে। এই দৃশ্য দেখে চাচাতো বোনকে বাঁচাতে এগিয়ে যায় তার সমবয়সী আনিছা। এ সময় আনিছাও পুকুরের পানিতে ডুবে যেতে থাকে।

গোসল করতে গিয়ে আর ঘরে না ফেরায় পরিবারের লোকজন প্রথমে পুকুরে তল্লাশি চালায়। তাতেও হদিস না মেলায় পরে পুকুরে জাল ফেলে পুকুরের মাঝামাঝি স্থান থেকে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

এরপর তাদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে আনিছা আকতার ও সাকিবা আকতারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm