চবি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

আগামী চার বছর তিনি উপাচার্য হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।

বুধবার (২৩ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাসুম আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাঁচটি শর্তে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

শর্তগুলো হলো- উপাচার্যের পদে তার নিয়োগের মেয়াদ চার বছর; উপাচার্যের পদে তাঁর বর্তমান পদের সমান বেতনভাতা পাবেন; তিনি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষনিক ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্দিষ্ট সময়ের পূর্বে এ নিয়োগ বাতিল করতে পারবেন।’

ড. আব্দুল্লাহ আল ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক। তিনি আইন অনুষদের ডিন হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm