চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক কাস্টমস এপ্রেইজার আব্দুল মান্নান মজুমদারের স্ত্রী তাসনুভা চৌধুরী। স্বামীর অনিয়মের অর্থ দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাকে দেয়া সম্পদ বিবরণীতে তাসনুভা চৌধুরীর প্রায় দেড় কোটি টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। একইসঙ্গে তার আরও প্রায় দেড় কোটি টাকার বেশি সম্পদের আয়ের উৎসে অসঙ্গতিপূর্ণ তথ্য পেয়েছে দুদকের তদন্ত কর্মকর্তা।
এ ঘটনায় তাসনুভা চৌধুরী ও তার স্বামীর বিরুদ্ধে বুধবার (২৩ মার্চ) দুপুরে একটি মামলা দায়ের করেছে দুদক।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মামলায় অভিযুক্তরা হলেন, কুমিল্লা জেলার বজ্রপুর ১২ নম্বর ওয়ার্ড ডিগাম্বারী তলার বাসিন্দা আব্দুল মান্নান মজুমদারের স্ত্রী তাসনুভা চৌধুরী। বর্তমানে তিনি রাজধানী ঢাকা উত্তরা ১৩ সেক্টরে বসবাস করছেন। তার স্বামী চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক কাস্টমস এপ্রেইজার বর্তমানে ঢাকার পানঁগাও রাজস্ব কর্মকর্তা (আরও) শুল্ক গোয়েন্দা হিসেবে কর্মরত রয়েছেন।
দুদক জানায়, দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৪২ লাখ ২২ হাজার ৭৪৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ১ কোটি ৬১ লাখ ৯৬ হাজার ৪০৮ দশমিক ৭৮ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ ভোগ দখলে রেখেছে তাসনুভা চৌধুরী।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২), ২৭ (১) এর মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে দুদক।
এমএ/এমএহক