s alam cement
আক্রান্ত
৭২৫৯২
সুস্থ
৫২৬১০
মৃত্যু
৮৫৬

চবি জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন মারা গেলেন করোনায়

0

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরের সাবেক কিউরেটর প্রত্নতত্ত্ববিদ ড. শামসুল হোসাইন।

সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। পরে বিকালে আসরের নামাজের পর নগরীর হালিশহরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

৭৫ বছর বয়সী ড. শামসুল হোসাইন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

স্ত্রী ছাড়াও শামসুল হোসাইন তিন ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ১৯৪৫ সালের ১১ নভেম্বর চট্টগ্রাম নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহরের আবুদল মালুম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা সাংবাদিক ও রাজনীতিবিদ সেকান্দার হোসেন এবং মা মরিয়ম বানু বেগম।

ড. শামসুল হোসাইনের হাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর গড়া। এছাড়া তিনি চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনায় যুক্ত ছিলেন।

তিনি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা ও নিয়মিত লেখালেখি করতেন। প্রত্নতত্ত্ব নিয়ে তার রয়েছে কয়েকটি বই। তিনি চট্টগ্রামের মুসলিম ইতিহাস নিয়ে রচিত ‘মুসলিম মন্যুমেন্ট অব চিটাগাং’ গ্রন্থের লেখক ছিলেন।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm