চবি শিক্ষক সমিতির নির্বাচনী মাঠে নামতে চান না যুগ্ম সম্পাদক প্রার্থী ড. আদনান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন হলুদ দলের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক ড. আদনান মান্নান প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা এই শিক্ষক সোমবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশন বরাবর প্রার্থীতা প্রত্যাহার চেয়ে আবেদন করেন।

চবি শিক্ষক সমিতির নির্বাচনী মাঠে নামতে চান না যুগ্ম সম্পাদক প্রার্থী ড. আদনান 1

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ ছিল ৩০ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত।

আবেদনে তিনি উল্লেখ করেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০২৩-এ যুগ্ম সম্পাদক পদে একজন প্রার্থী। সম্প্রতি আমার হৃদরোগ চিহ্নিত হয়েছে এবং ডব্লিউপিডব্লিউ সিন্ড্রোমের কারণে আমার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। গতকাল থেকে আমি হাসপাতালে ভর্তি। চিকিৎসকের রিপোর্ট সংযুক্ত করা হলো।’

তিনি এই আবেদনপত্রে আরও উল্লেখ করেন, ‘স্বাস্থ্যগত জটিলতার কারণে আমার নির্বাচনে কিংবা শিক্ষক সমিতিতে কাজ করা সম্ভব নয়। অতএব আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করতে চাই৷ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা যাচ্ছে।’

শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ড. আদনান মান্নান প্রার্থীতা প্রত্যাহরের জন্য আবেদন করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের বাইরে আবেদন করায় তা গ্রহণ করা হয়নি।

Yakub Group

অপর নির্বাচন কমিশনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম রাসেল বলেন, ‘নির্বাচন তফসিল অনুযায়ী ১২টার মধ্যেই প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিল। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ে প্রত্যাহরের আবেদন করেননি। তিনি এখনো বৈধ প্রার্থী। যদিও তিনি ১২টার আগেই হোয়াটসঅ্যাপ প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ে লিখিত আবেদন না পাওয়ায় তাঁর আবেদন গ্রহন করা হয়নি।’

এ বিষয়ে প্রফেসর ড. আদনান মান্নানের মোবাইল নম্বরে কল করে ও ক্ষুদেবার্তা পাঠিয়েও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের ১১টি পদের নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদন সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ভোট গ্রহণ করা হবে।

সমিতির কার্যনির্বাহী পরিষদে সভাপতি, সহ সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও ৭ জন সদস্য রয়েছেন। গত বছর ১৭ জানুয়ারি চবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আরএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm