চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শিক্ষক-ছাত্র-কেন্দ্র (টিএসসি) চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রলীগ।
শনিবার (৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিদর্শনে গেলে একটি শিক্ষক-ছাত্র-কেন্দ্রসহ (টিএসসি) ইন্টার্ন চিকিৎসকদের জন্য নতুন হোস্টেল, মাঠে ড্রেসিং রুম স্থাপন, শিক্ষার্থীদের কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব সহ স্মার্ট সুযোগ সুবিধা চেয়ে স্মারকলিপি প্রদান করেন।
এর আগে ফুল দিয়ে বরণ করে স্বাস্থ্যমন্ত্রীকে সম্মাননা স্মারক হিসেবে একটি ছবি উপহার দেন চমেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের কায়েস মাহমুদ, মুকেশ রঞ্জন দে, আহাসান উল্লাহ, ফয়সাল আহমেদ, জিয়া উদ্দীন, আহাসানুল করিম মাহরুসসহ অন্যান্য নেতাকর্মীরা।