s alam cement
আক্রান্ত
৫৩১৬৯
সুস্থ
৩৯৭১৫
মৃত্যু
৬০৯

চিংড়ি ঘেরে দুই নৌকার ধাক্কায় পানিতে পড়ে মাছচাষির মৃত্যু

0

দুই নৌকার ধাক্কায় কক্সবাজারের চকরিয়ায় পানিতে পড়ে ও জখম হয়ে মোহাম্মদ দুলাল (৫৬) নামে এক মাছচাষি মারা গেছেন। ওই সময় আবুল কালাম (৫৩) নামের আরেক মাছচাষি গুরুতর আহত হন।

শনিবার (২৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর মৌজার চিংড়ি ঘেরের ইছারফাঁড়ি ২ নম্বর পোল্ডার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা। মারা যাওয়া মোহাম্মদ দুলাল (৫৬) পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বুড়ির পাড়ার ঘাইট্টারচর মৃত গোলাম ছোবহানের ছেলে। নিহতের সংসারে স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে।

আহত আবুল কালামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

চকরিয়া থানার ওসি শাকের মো. যুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসা হয় ময়না তদন্তের উদ্দেশ্যে। কিন্তু দুর্ঘটনায় মারা যাওয়া দুলালকে বিনা ময়নাতদন্তে দাফন করতে পরিবারের পক্ষ থেকে আবেদন করায় মরদেহ হস্তান্তর করা হয়েছে নিকটাত্মীয়দের কাছে।’

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm