চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসনের দেওয়া হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছে চুয়েট শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নির্দেশনার প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়ে। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা চুয়েট ছাত্রলীগ কার্যালয়ে ভাঙচুর করে ও বিপরীত বিবৃতি দিয়ে হলে অবস্থান ও ছাত্ররাজনীতি বয়কটের সিদ্ধান্ত জানায়।
বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা ছাত্রলীগ কার্যালয়ে ভাঙচুর চালায় এবং রাত ৮টায় পাল্টা বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে শিক্ষার্থীরা জানায়, দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় তাদের নিজ নিজ জেলায় গমন করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত। শিক্ষার্থীরা চুয়েটে সকল প্রকার ছাত্র, শিক্ষক, স্টাফভিত্তিক রাজনীতি বর্জন করেছে এবং এসকল কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাকেও বর্জন করবে।
এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদিল রায়হান বলেন, ‘শিক্ষার্থীদের এমন যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। দেশের এ ক্রান্তিকালীন সময়ে শিক্ষার্থীরা যেখানে বিশ্ববিদ্যালয় বাস কিংবা প্রাঙ্গণেই নিরাপদ নয়। এমন অবস্থায় হল ছাড়ার নির্দেশ দিলে হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা যাবে কোথায়? আর ওদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এর দায়ভারইবা কে নিবে? এজন্য শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রদত্ত হল ভ্যাকেন্টের সিদ্ধান্তকে বর্জন করলাম।’
চুয়েট তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইহতিশামুল হক চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে, তাদের মতামত জানাবে। এক্ষেত্রে জোরপূর্বক এরকম নির্দেশ চাপিয়ে দেওয়া বোকামি।’
এদিকে ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে একপক্ষ ছাত্রলীগকে প্রতিপক্ষ বানিয়ে এ কাজগুলো করছে। ক্যাম্পাসের জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কিছু রাজনৈতিক দল ফায়দা লুটতে এ ধরনের কাজ করেছে।’
এর আগে বুধবার রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি লিখিত বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় এবং আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
ডিজে