চট্টগ্রামের বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, চট্টগ্রামের বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা সড়কের দু’পাশ অবরোধ করে রাখে। পুলিশের বাধার মুখে সড়কের একপাশে অবস্থান করে আন্দোলনকারীরা। তার কিছুক্ষণ পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়তে থাকে। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীদের একজনকে আটক করেছে পুলিশ।
নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, নতুন ব্রীজ এলাকায় নাশকতার উদ্দেশ্যে কিছু লোকজন সংঘটিত হয়েছিল। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে। মানুষজনকে আঘাত করার চেষ্টা করেছে। যানবাহন এবং মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা তাদের সরিয়ে দিয়েছে। তারা পুলিশের উপর আক্রমণ করেছিল। কয়েকজন পুলিশ সদস্য তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হয়েছে। যৌক্তিক কোনো আন্দোলন হলে আন্দোলনকারীদের প্রতি আমরা সহানুভূতিশীল। কিন্তু এসব কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের হতে পারে না। তারা অসৎ উদ্দেশ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অচল রাখার চেষ্টা করেছে। আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। আমাদের তৎপরতা চলমান রয়েছে।
আরএ/এমএফও