চোরাই মোটরসাইকেলসহ ২ চোর আটক বন্দর এলাকায়

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দু’জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১০ এপ্রিল) রাতে আনন্দবাজার এলাকার সাইফুলের চা দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এই সময় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক দু’জন হলেন চট্টগ্রামের বন্দর থানার আনন্দবাজার এলাকার আব্দুল বারেক সওদাগর বাড়ির মো. আলমগীরের ছেলে মো. জাবেদ (২০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কাদুর বাজার মাস্টার বাড়ির মো. বেলালের ছেলে মো. রনি (১৯)।

s alam president – mobile

এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, গত ৬ এপ্রিল মো. শাহ আলম নামের একজন আনন্দবাজার বেড়ীবাঁধ লিংক রোডের ওপর বাইক রেখে যান। কিছুক্ষণ পর এসে বাইকটি দেখতে না পেয়ে বন্দর থানায় চুরির একটি অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, মামলাটি রুজুর পর ওই এলাকায় অভিযান পরিচালনা করে আনন্দবাজার মোড়ের সাইফুলের চা দোকানের সামনে থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি সঞ্জয়।

Yakub Group

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!