s alam cement
আক্রান্ত
১০১৭৮৪
সুস্থ
৮৬৮০১
মৃত্যু
১৩০১

ছেলের বিরুদ্ধে মামলা চবির ডেপুটি রেজিস্ট্রারের, মাকে নিয়ে ভয় বাবার

0

নগদ টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের হামলায় আহত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী (৫৯)।

এ ঘটনার পর শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা রোডের আকবরশাহ লেন থেকে ছেলে শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী বাসার বাথরুমে অজু করার সময় মাদকসেবনকারী ছেলে নগদ টাকা চান। টাকা না দেওয়ায় ছেলে তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি-লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। এর একপর্যায়ে চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হন তিনি। আহত অবস্থায় তার চিৎকার শুনে স্ত্রী ছুটে এলে ছেলে তাকেও প্রাণনাশের হুমকি দেয়।

মারধরে জাফরুল আলমের মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরবর্তীতে তার অন্য ছেলে- মেয়েরা এসে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এখন তিনি সেখানে চিকিৎসারত আছেন। এ ঘটনায় তিনি নগরীর পাঁচলাইশ থানায় ছেলের নামে মামলা দায়ের করেছেন।

ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী বলেন, ‘ছেলেকে পড়াশোনা করানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও পারিনি৷ আমার এক ছেলে ডাক্তার ও এক ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে৷ কিন্তু এই ছেলেকে সর্বোচ্চ চেষ্টা করেও পড়াশোনা করানো সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘ছেলেকে আমি এর আগে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করিয়েছি। কিন্তু তার মা তাকে সেখান থেকে নিয়ে আসে৷ সে প্রতিনিয়ত পরিবারে অত্যাচার চালায়। এর আগে তাকে কয়েকবার জেল হাজতেও পাঠিয়েছি। কিন্তু তার মা তাকে সেখান থেকে আবার বের করে নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘এখন মামলার এজাহারে পেনাল কোড ধারা-৩২৩/৩২৫/৩০৭/৫০৬ দিলেও আমি চাই তাকে ৩২৬ ধারা অনুসারে গ্রেপ্তার দেখানো হোক। তাহলে তার মা আর তাকে বের করে আনতে পারবে না। তারপরও যদি সে ভালো হয়ে যায়।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm