s alam cement
আক্রান্ত
১০১৭৮৪
সুস্থ
৮৬৮০১
মৃত্যু
১৩০১

ডবলমুরিংয়ে ৭ তলার ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

0

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৭ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

২০ বছর বয়সী ওই শ্রমিকের নাম মো.আরাফাত।

শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ডবলমুরিং সিএনজি কলোনির রয়েল অ্যাসোসিয়েট বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আরাফাত গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, ডবলমুরিং থানার সিএনজি কলোনির রয়েল অ্যাসোসিয়েটর বিল্ডিংয়ে কাজ করার সময় সাত তলা থেকে পা পিছলে পড়ে আরাফাত নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

আইএমই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm