জাল ভোট দেওয়ায় চার যুবকের ৬ মাসের কারাদণ্ড

খাগড়াছড়ির পানছড়িতে বড় পানছড়ি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা খেয়েছেন চারজন। তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক চারজন হলেন ফাতেমা নগর এলাকার মো. সাগরের ছেলে মো. শওকত (২০), আব্দুল হকের ছেলে জাহিদ হাসান (১৮), মৃত ইয়াকুব আলীর ছেলে মো. হালিম (২০) ও মো. শাজাহানের ছেলে মো. কূল মিয়া (২২)।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান তাদের এই দণ্ড দেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!