জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলের একটি শিপইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) বিকাল ৩টায় সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমত এলাকার নূর উদ্দিন রুবেলের মালিকানাধীন ফোর স্টার শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. শাহাবুদ্দিন (৪৫)।তিনি কুমিরা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাসিন্দা সুলতান আহমদের ছেলে।

s alam president – mobile

জানা গেছে, প্রতিদিনের মতো কাজ করছিলেন শাহাবুদ্দিন। হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে জাহাজের ওপর থেকে নিচে পড়ে যান তিনি। পরে ইয়ার্ড কর্তৃপক্ষ তাকে আহত অবস্থায় চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়।

এই বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘সীতাকুণ্ডের সাগর উপকূলের ফোর স্টার শিপইয়ার্ডে এক শ্রমিক নিহত হয়েছে—এমন খবর শুনে সেখানে দ্রুত পুলিশ পাঠিয়েছি। নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানান ওসি।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!