s alam cement
আক্রান্ত
৯২৬৭৯
সুস্থ
৫৮৭২১
মৃত্যু
১০৯৪

জুয়ার ৭০ টাকার জন্য হাতাহাতিতে প্রাণ গেল সিএনজি চালকের

0

তাস খেলার ৭০ টাকার বাজিকে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাইয়ে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার ইছাখালীর একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।

নিহতের চালকের নাম মো. বাহার মিয়া (৩৪)। তিনি উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের এদরাদ আলী মিঝি বাড়ির মৃত নুর ইসলামের পুত্র।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন জানান, ‘নিহত সিএনজি চালক বাহার মিয়া একই এলাকার রেদওয়ানের সাথে টুয়েন্টি নাইন (তাস) খেলেন। তারা ৭০ টাকার উপর বাজি ধরে এই তাস খেলেছেন। এতে বাহার পরাজিত হয়। এই টাকা নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে বাহার আহত হয়। পরে স্থানীয়রা এসে বিষয়টি সমাধান করে দেন।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে বাড়িতে যাওয়ার পর বাহার বমি করে অচেতন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন।’

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা। এই ঘটনায় এখনো কেউ মামলা করেনি।’

Din Mohammed Convention Hall

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm