s alam cement
আক্রান্ত
৬৮৫৫৫
সুস্থ
৫১৪০১
মৃত্যু
৮১০

ট্রলির চাকা উল্টে চালকসহ রেল নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য আহত

0

চট্টগ্রাম-ফতেয়াবাদ রেললাইনের পাশে অবৈধভাবে নালা নির্মাণ কাজ প্রতিহত করতে যাওয়ার সময় ট্রলি উল্টে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ অফিসারসহ ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৫টায় ক্যান্টনমেন্ট স্টেশনের বালুছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন এসআই আবু সুফিয়ান (৩০) এএসআই রাজ্জাকুল হায়দার (৩৫) সিপাহি-সাকিল (২৫) আরিফ (৩০), সাইফুল (২৭), এবাদুর (৩৫) ও ট্রলি চালক (৪০)। আরএনবি চট্টগ্রাম স্টেশন শাখার এএসআই মো. শওকত হোসেন সজল দুর্ঘঘটনার খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রাম কক্সবাজার নির্মাণাধীন রেললাইন ঘেঁষে কতিপয় দুষ্কৃতকারীরা নালা নির্মাণ কাজ করছে এমন সংবাদে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন জেনারেল শাখার নিরাপত্তা বাহিনীর একটি টিম আবু সুফিয়ানের (এসআই) নেতৃত্বে প্রতিহত করতে রেলের ট্রলি যোগে রওনা দেয়।

ট্রলিটি ক্যান্টমেন্ট বালুছড়া পৌঁছালে হঠাৎ চাকা ভেঙে উল্টে যায়। এতে ট্রলিম্যানসহ ৭ জন সদস্য আহত হন। তাদের উদ্ধার করে ক্যান্টমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংবাদ পেয়ে আরএনবির উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

জেএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm