চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে লোহার রডের আঘাতে মো. মফিজ মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১ টায় দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
মফিজ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির নগর উপজেলার বালাকোট এলাকায়৷ তার বাবার নাম মো. মোতাহের। চট্টগ্রাম শহরে পাঁচলাইশ থানার বিবির হাট এলাকায় থাকতেন।
জানা গেছে, সীতাকুণ্ডের ভাটিয়ারি সুবেদার শিপ ইয়ার্ডে কাজ করার সময় লোহার রডের আঘাতে গুরুত্বর আহত হন মফিজ মিয়া৷ তাকে উদ্ধার করে প্রথমে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে আনা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘মফিজ মিয়াকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।’
আরএ/এমএফও