s alam cement
আক্রান্ত
১০২১৮২
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২১

ট্রাকচাপায় বাবা-ছেলের প্রাণ গেল কক্সবাজারে

0

মালবাহী ট্রাকচাপায় কক্সবাজারের রামুতে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামুর রশিদনগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর ও তার ছেলে মো. রুবেল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগরের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ছেলে রুবেল।

ইউনুস সওদাগরের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় চাচা ও চাচাতো ভাই রুবেল মারা গেছে। তাদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। আমি সেখানে আছি।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ট্রাকচাপায় একজন ঘটনাস্থলে ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm