ডবলমুরিংয়ে লরির ধাক্কায় যুবকের মৃত্যু

0

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার কদমতলী ফ্লাইওভারের ওপর লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হাবিবুর রহমান (২১)। তিনি ১২ নম্বর ওয়ার্ডের শাহজাহান ভবনের আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, হাবিবুর শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে কদমতলী ফ্লাইওভারে ওপর তার মোটরসাইকেলে ধাক্কা দেয় লরি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘাতক লরিটি জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল সূত্রে জানা যায়, হাবিবুর রহমান নামের এক ছাত্রকে ২ টার দিকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রাখা আছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm