ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রাম নগরীতে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মৃত রোগীর নাম রুবি আক্তার। তিনি পাহাড়তলী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়।

এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৮ জন। এদের মধ্যে সাতজন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে।

চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৮ জন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাতজন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন ঘরে।’

তিনি বলেন, ‘আমরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর রাখছি। ডেঙ্গু প্রতিরোধে আমাদের অবহিতকরণ কর্মসূচি অব্যাহত আছে।’

আইএমই/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm