মোবাইল চুরির অপবাদ দিয়ে শ্যালকের হাত কেটে নিলেন দুলাভাই

কক্সবাজারের মহেশখালীতে মোবাইল চুরির অপবাদ দিয়ে শ্যালকের হাত কেটে নিলো দুলাভাই। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম শাকিল। তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

জানা গেছে, শ্যালক মো. শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন তার দুলাভাই ফেরদৌস। এ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়। পরে শনিবার দুপুরে শাকিল ও ফেরদৌসের মাঝে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ফেরদৌস ও তার ভাইয়েরা মিলে শাকিলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।

সংঘর্ষের এক পর্যায়ে তারা শাকিলের বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা হাসপাতালে এবং পরে চট্টগ্রামে নেওয়া হয়।

Yakub Group

তবে রাত সাড়ে ৭টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বলে জানা গেছে।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে শালা ও দুলাভাইয়ের মধ্যে বিরোধ হয়। পরে এটি স্থানীয়ভাবে মীমাংসা হয়। এ মীমাংসা পছন্দ না হলে দুলাভাই ফেরদৌস তার অন্য ভাইসহ শ্যালক শাকিলের হাত কেটে নেয় বলে প্রাথমিকভাবে জেনেছি।

এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm