ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮২, জায়গা হচ্ছে না চট্টগ্রাম মেডিকেলে

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১৮২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কেউ মারা যায়নি এদিন৷

আক্রান্তদের ১২০ জন সরকারি এবং ৬২ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। রোগী বাড়ার কারণে জায়গা হচ্ছে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ জন।

শনিবার (৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১৮২ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৯০ জন৷ তবে এদের মধ্যে ৩ হাজার ২০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এখনও পর্যন্ত ২৭ জন মারা গিয়েছে ডেঙ্গুতে। যাদের অধিকাংশই ছিল শিশু।

জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে সর্বোচ্চ ২ হাজার ৩১১ জন আক্রান্ত হয়েছিল ডেঙ্গুতে। তবে জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন, জুন মাসে ২৭৩ জন আক্রান্ত হয়েছিল। এছাড়া আগস্টের পাঁচদিনেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস হোসেন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত ৭ মাসের মধ্যে আজ সর্বোচ্চ রোগী দেখাচ্ছে প্রতিবেদনে। প্রতিবেদনের তথ্যে শুক্রবারের আক্রান্তের সংখ্যাও যোগ করা হয়েছে। শুক্রবার ছুটির দিনে অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক তথ্য পাঠায়নি।’

Yakub Group

এদিকে চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গু রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। ওয়ার্ডের চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রপার ম্যানেজমেন্টের আওতায় আনতে চাইলে ডেঙ্গু রোগীর জন্য ডেডিকেট স্পেস দরকার।কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় এডিস মশার প্রজনন বাড়ছে। বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও।

চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এমএ সাত্তার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে জায়গার। ডাক্তার, নার্সসহ লজিস্টিক্যাল সাপোর্টের অভাব নেই। সাধারণ রোগীর সঙ্গে ডেঙ্গু রোগী রাখা অনেকটাই রিস্ক মনে হচ্ছে।’

কিছুদিন আগে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে নতুন ওয়ার্ড খোলা হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। সেই সময় তিনি বলেছিলেন, ‘ভবিষ্যতে রোগীর সংখ্যা বাড়লে আমরা ডেঙ্গু রোগীদের জন্য নতুন ওয়ার্ড খুলব। আমাদের মেডিসিন ওয়ার্ডের তিনটি ইউনিট রয়েছে। ২০১৯ সালে যখন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল তখন আমরা ডেঙ্গু রোগীদের জন্য মেডিসিন ওয়ার্ডের একটি ইউনিট ডেডিকেট করেছি।’

শনিবার বিকালে এই বিষয়ে জানতে মেডিকেল পরিচালকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!