s alam cement
আক্রান্ত
৯৩৮৮৪
সুস্থ
৫৮৭২১
মৃত্যু
১১১১

তারিক রহমান চট্টগ্রাম জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার

0

চট্টগ্রাম রেঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রামের সেরা সার্কেল পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হলেন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান।

১২ আগষ্ট বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় তারিক রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কবির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল জাকারিয়া রহমান।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত জুলাই মাসে মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা, ওয়ারেন্ট তালিকাসহ সব ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমানকে জেলার সেরা সার্কেল পুলিশ কর্মকর্তা হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

গত ২৯ জুন তারিক রহমান পটিয়া সার্কেলের নতুন কর্মস্থলে যোগ দেন। তার আগে তিনি নরসিংদী জেলার রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

তারিক রহমান ২০১৪ সালে ৩৩তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর তিনি খুলনা, সাতক্ষীরা এলাকায় দায়িত্ব পালনের পর গত জুন মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। যশোরের বাসিন্দা তারিক রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

Din Mohammed Convention Hall

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm