s alam cement
আক্রান্ত
৯৯৭৬৬
সুস্থ
৭২৫৭৫
মৃত্যু
১২৩৯

দামপাড়ার ফ্ল্যাটে তরুণী আটকে যৌনব্যবসা, নারীসহ ৫ দালাল গ্রেপ্তার

0

চট্টগ্রাম নগরীর দামপাড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে তরুণীদের সেখানে আটকে যৌনব্যবসা করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তরুণীদের ওই ফ্ল্যাটে আটকে রাখা হতো।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে দামপাড়ার শিল্পকলা একাডেমির পাশে এমএম আলী সড়কের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আটকে রাখা পাঁচ তরুণীকে উদ্ধার করেছে চকবাজার থানার পুলিশ। ৮০৫ নম্বরের বাড়িটি হাজী ফয়েজ আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন।

ওই ফ্ল্যাট থেকে ৫ তরুণীকে উদ্ধারের পাশাপাশি এক নারীসহ যৌনব্যবসার পাঁচ দালালকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন— ইব্রাহিম খলিল (২৫), ইসমাইল হোসেন হৃদয় (১৮), নয়ন ধর (২৪), নিখিল চন্দ্র কুড়ি (৩৫) এবং রাজিয়া (২৫)।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে নগরীর চকবাজার থানায়।

এএস/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm