দুই কোটি টাকার প্রকল্পে পাল্টে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এবার সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রেল কতৃপক্ষ। এতে স্থাপন করা হবে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম। থাকছে পৃথক নামাজের স্থান। ব্রেস্ট ফিডিং জোনও স্থাপন করা হবে এই স্টেশনে।

স্টেশনটির মুল ভবনকে করা হবে দোতলা। ৬ হাজার বর্গফুটের এ রেলস্টেশনে প্রকল্পটি বাস্তবায়নে বাজেট ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। ইতোমধ্যে অনুমোদন হয়েছে দৃষ্টিনন্দন নকশাও।

ছোট একটি প্লাটফর্ম ব্যবহার করেই যুগের পর যুগ প্রায় ১৫ হাজার শিক্ষার্থী দিনে ১৪ থেকে ১৬ বার ট্রেনে যাতায়াত করতেন। সম্প্রতি পুরনো, জীর্ণ এই প্লাটফর্ম সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে। পাশাপাশি দ্বিগুণ পরিধি নিয়ে গত বছর নতুন করে প্লাটফর্ম নির্মাণ করে রেল কর্তৃপক্ষ।

এই প্লাটফর্ম নির্মাণের পরপরই এবার এই রেলস্টেশনে আধুনিকায়নের উদ্যোগ নিলো রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রধান প্রকৌশলী সুবক্তাজ্ঞীন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন আধুনিকায়ন করতে দুই কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে। ওয়াশরুম, ব্রেস্ট ফিডিং রুম, নামাজের স্থান ও রেলস্টেশন ভবনকে দোতলা করা হবে।’

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm