দ্রুতগামী বাস কেড়ে নিল ইপিজেডের পোশাককর্মীর প্রাণ

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক পোশাককর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইপিজেড থানার চৌধুরী মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাককর্মীর নাম শোভা আক্তার শিফা (১৮)।

শিফা নগরীর বন্দর থানাধীন কলসী দিঘীরপাড় হাজী হাজী বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। তিনি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের বয়াত আলীর মেয়ে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, গার্মেন্টসকর্মী শিফা কাজ থেকে ফেরার পথে ৬ নাম্বার রোডের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Yakub Group

লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm