s alam cement
আক্রান্ত
৬৭৭৮৭
সুস্থ
৫১২৩৯
মৃত্যু
৮০০

ধরাছোঁয়ার বাইরে মদের ব্যাপারী অনুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ সাগর

অনুপ বিশ্বাস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি

0

দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিশ্বস্ত অংশীদার হিসেবে চট্টগ্রামের পুরাতন ফিশারীঘাট ইকবাল রোডের আলোচিত মদ ব্যবসায়ী অনুপ বিশ্বাসের মহালটির মদ বেচাকেনা করে আসছেন তার ‘সেকেন্ড-ইন কমান্ড’ সাগর দাশ।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী এলাকা ছাড়াও মদের মহালটির চোলাই মদের একটি বড় অংশ বিক্রি হচ্ছে কর্ণফুলী নদী ও সাগরে মাছ ধরার ফিশিং বোটসহ লাইটার জাহাজে। সেখানে হাজার হাজার জেলের কাছে অবৈধভাবেই বিক্রি হচ্ছে এসব চোলাই মদ।

সম্প্রতি ওই মদের মহালটিতে বেশ কয়েকবার অভিযান চালায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে ওই এলাকার ছোট মদ ব্যবসায়ী ও সেবনকারী আটক হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মাদক ব্যবসার মূলহোতা অনুপ বিশ্বাস ও তার প্রধান সহযোগী সাগর দাশ। ওই মহালটিতে বর্তমানে সাগর দাশের নেতৃত্বেই প্রতিদিন চলছে মদ বেচাকেনা।

এদিকে মদের মহালটির একচেটিয়া নিয়ন্ত্রণ নিতে অনুপ বিশ্বাসকে সুকৌশলে সাগর দাশ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়েছেন বলেও জানা গেছে। প্রায় ২০ দিন আগে অনুপ বিশ্বাসকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়।

এর আগে গত ২ জুন বিকেলে পুরাতন ফিশারীঘাট এলাকার ইকবাল রোডের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীন কাঁচা-পাকা ঝুপড়িতে মদ বেচাকেনা ও সেবন করার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে এক হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। গত ৩ ও ৪ জুন অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করেছে পুলিশ।

২০২১ সালের ৩০ এপ্রিল ইকবাল রোডে অনুপের মদের মহালের ভেতরে অভিযান চালায় র‌্যাব। ওই সময় অনুপ বিশ্বাসের সহযোগী সাগর দাশের কক্ষ থেকে ২০০ লিটার মদসহ তিনজনকে আটক করা হয়। ২০২১ সালের ৩০ মার্চ আবারও অভিযান পরিচালনা করে র‌্যাব। ঘটনাস্থল থেকে মদ বিক্রেতা ও সেবনকারীসহ মোট ১২ জন মাদকসেবীকে আটক করা হয় ওই সময়।

Din Mohammed Convention Hall

জানা গেছে, সাগর দাশের বিরুদ্ধে রয়েছে ৭ থেকে ৮টি ফৌজদারি মামলা। ২০২০ সালের ১৩ জুলাই সর্বশেষ একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি আদালতে জামিনের আবেদন করেন সাগর দাশ। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসব মামলায় বেশ কয়েকবার কারাগারেও গিয়েছিলেন এই সাগর দাশ। কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আবারও পরিচালনা করছেন মদের মহালটি। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া অধিকাংশ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সাগর দাশ কোতোয়ালী থানার ফিশারীঘাট এলাকার ইকবাল রোডের মনোহর খালী শংকর দাশের পুত্র।

মুআ/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm