চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের কোলাগাঁও টেক এলাকার ধানখেত থেকে মো. ফাহিম (২০) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাহিম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের দ্বীপ কালার মোড় এলাকার ওয়াসিমের ছেলে।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সড়কের পাশে ধানখেতে স্থানীয় লোকজন তরুণের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি ও পিবিআইয়ের বিশেষ টিম।
এ সময় তারা লাশটি দেখে অনুমান করেছেন, বৃহস্পতিবার রাতের যে কোন সময় নিহত ফাহিম ও তার সহযোগীরা মিলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হতে পারে। এরপর ফাহিম ঘটনাস্থলে মারা যান। এ সময় তার সহযোগীরা তাকে ফেলে পালিয়ে যায়।
কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, লাশটি ধানখেতের পানির ভেতর উপুড় হয়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিহত ফাহিম দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের তার চুরি করে আসছিলেন। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএস