s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

ধান ক্ষেতের অবৈধ বিদ্যুৎ সংযোগ কেড়ে নিল বন্য হাতির প্রাণ

0

বন্যপ্রাণীর হাত থেকে আমন ক্ষেতের পাকা ধান রক্ষা করার জন্য অবৈধভাবে ধান ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেওয়া তারে স্পৃষ্ট হয়ে এক বিশাল আকৃতির বন্য হাতি মারা গেছে।

শনিবার (৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪ টার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পার্শে মইত্তাতলী বিলের ধান ক্ষেতে এই ঘটনা ঘটে।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় অনেকে জানান,ওই এলাকার চাষী আমান, মাওলানা নেছার, নুরুল আলমসহ অনেকে ধান রক্ষার্থে ক্ষেতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের কর্মকর্তা জানান, আনুমানিক ৫০ বছরের অধিক বয়সের বিশাল আকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে পড়ে আছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাতির কাছে গিয়ে দেখা যায়, শুঁড়ের নিচ অংশে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বিদ্যুৎ স্পৃষ্টে এক বন্যহাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত হাতিটি মা হাতি, যার বয়স আনুমানিক ৫০ বছরের অধিক হবে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm