চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনার একদিন পর চার সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষনা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (১০ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্মল রন্জ্ঞন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরে এই উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়।
উপদেষ্টা কমিটিতে সাদেক হোসেন পাপ্পু, আনোয়ারুল ইসলাম বাপ্পী, নুরুল কবীর ও মো. জসিম উদ্দীন এই চারজনকে রাখা হয়েছে।
এর আগে, বুধবার (৯ মার্চ) রাতে দেবাশিষ নাথ দেবুকে সভাপতি ও আজিজুর রহমান আজিজকে সাধারন সম্পাদক করে ২০ সদস্যর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
সভাপতি, সাধারন সম্পাদক ছাড়াও বিশ সদস্যর কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন এগারো জন, যুগ্ম-সাধারন সম্পাদক পদে তিন জন, সাংগঠনিক সম্পাদক পদে এবং একজন প্রচার সম্পাদক।
কমিটিতে স্থান পাওয়া ১১ সহ-সভাপতি হলেন হেলাল উদ্দিন, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, আ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান এবং মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্থান পাওয়া তিনজন হলেন— মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ্ আল মামুন এবং সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন।
সাংগঠনিক সম্পাদক পদে স্থান পাওয়া তিনজন হলেন— মাছুদ খান, সালাহ উদ্দীন শেরশাহ এবং দেবাশীষ আচার্য্য।
প্রচার সম্পাদকের একমাত্র পদটি পেয়েছেন তাসাদ্দেক নূর চৌধুরী তপু।
বিএস/এমএহক