s alam cement
আক্রান্ত
৫১০৯৩
সুস্থ
৩৭১৬৮
মৃত্যু
৫৬৩

নিজেদের বাসেই প্রাণ হারালেন আজিম গ্রুপের পোশাক শ্রমিক

0

তারা সবাই আজিম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পোশাক শিল্পে কাজ করেন। সকাল সাতটায় তারা অপেক্ষা করছিলেন অফিসের বাসের জন্য। দল বেঁধে প্রতিদিনের মতো অপেক্ষায় কখন আসবে বাস। যথারীতি বাস এলোও, কিন্তু সে বাসই যে হয়ে উঠবে মৃত্যুদূত -তা কে জানতো।

এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে চান্দগাঁও থানার কামাল বাজার এলাকার কর্ণফুলী টাওয়ারের সামনে মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে সাতটার দিকে। আজিম গ্রুপের বাস চাপায় প্রাণ হারান তাদেরই কর্মী মমতাজ বেগম (৫৩)। মমতাজ চান্দগাঁও থানার রেল লাইন এলাকার ৫ নং ওয়ার্ড বাদশা মিয়া কলোনির শাহ আলমের স্ত্রী।

দুর্ঘটনায় গুরুত্বর আহতরা হলেন, চান্দগাঁও থানার গোয়াছি বাগান এলাকার রেললাইনের পাশে ইমরান কলোনির মো. সুজনের স্ত্রী হাফিজা বেগম (২২), একই এলাকার বাছির মিয়ার স্ত্রী তানিয়া আক্তার (২৫), চান্দগাঁও থানার কবির টাওয়ার এলাকার কর্ণফুলী মার্কেটের পাশে নাছিমা কলোনির মো. বশিরের মেয়ে ইসমাত আরা বৃষ্টি (২৫)।

প্রত্যক্ষমধর্শীরা জানান, সকাল ৭টার থেকে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষায় ছিলেন আজিম গ্রুপের বেশ কয়েকজন নারী পোশাক শ্রমিক। তাদের পরিবহন করতে আসা অফিসের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমকিদের ওপর তুলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান এক নারী কর্মী। আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক শীলব্রত বলেন, পোশাক শিল্পের বাস দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সিএম/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm