চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া দুজনকে আটক ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১২টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় বিশেষ চেক পোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন—কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকান্দার পাড়ার নুরুল হোসেনের ছেলে নাছির উদ্দীন (৪৮) ও একই এলাকার নুরুল আমিনের ছেলে রাশিফুল ইসলাম রাহুল (১৯)। তাদের বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় সাইদুর রহমান নামে আরও একজন পালিয়ে যান।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাড়ির দরজার ভেতর থেকে ৩৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে ২ আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা ইয়াবার চালানটি কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ৩৬ হাজার পিচ ইয়াবার চালান আটকের ঘটনায় আর কারা জড়িত আছে, তাদের গ্রেপ্তারে আমাদের বিশেষ টিম কাজ করছে। জব্দকৃত ইয়াবাগুলোর বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
ডিজে