মধ্যরাতে বাঁশখালীতে ভয়াবহ আগুনে ৯ দোকান পুড়ে ছাই, ক্ষতি কোটি টাকা

মধ্যরাতের ভয়াবহ এক আগুনে চট্টগ্রামের বাঁশখালীতে পুড়ে ছাই হয়ে গেছে নয়টি দোকান।

রোববার (১৯ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল গ্রামের সৈয়দ আহমেদ’র টেক বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ৯ জন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে, এতে কোটি টাকার অধিক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ধারণা করছেন।

স্থানীয়রা জানান, একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই দোকানে ১৪/১৫টি গ্যাস সিলেন্ডার থাকায় ওই সিলেন্ডারগুলো থেকে গ্যাস নিঃসৃত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বাঁশখালীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৩৫ কিলোমিটার দূরে। খবর পেয়ে ওখানে যাবার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মো. পারভেজ, মো. হারুন, মো. রুবেল, মো. মিনার, মো. ইউনুচ, আজিজ আহমদ ও মো. কাশেম। ওইখানে রাইচ মিল, সার ও কীটনাশকের দোকান, মুদির দোকান, মোবাইলের দোকান ও সবজি ব্যবসায়ীর দোকান ছিল।

বাঁশখালী উপজেলা প্রকল্প অফিসের সহকারি প্রকৌশলী লিপ্টন ওম বলেন, খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার আগুনে ক্ষতিগ্রস্থ ৯ জন ব্যবসায়ীর তালিকা দিয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে তালিকাটি প্রেরণ করা হয়েছে। অনুমোদিত হলে সরকারিভাবে সহযোগিতা করা হবে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm