পটিয়ায় গরু চুরির ঘটনায় খামারের কেয়ারটেকার ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রামের পটিয়ায় একটি খামারের অর্ধকোটি টাকার ১৯টি গরু চুরির ঘটনায় খামারের কেয়ারটেকারকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

খামারের কেয়ারটেকারের নাম আবদুল মান্নান। তিনি মামলার প্রধান আসামি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ গাজী সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এসময় আদালতের বিচারক তিনদিনের রিমান্ড মন্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. লোকমান।

এর আগে গত ১২ নভেম্বর গভীর রাতে সশস্ত্র সংঘবদ্ধ ২০-২২ জনের ডাকাতদল খামারের কেয়ারটেকার আবদুল মান্নানের সহযোগিতায় ১৯টি বিদেশী জাতের গরু ডাকাতি করে ট্রাকে করে নিয়ে যায়। এ ঘটনায় খামারের মালিক হেলাল উদ্দিন চৌধুরী বাদি হয়ে গত ১৩ নভেম্বর রাতে পটিয়া থানা একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সেই কেয়ার টেকার আবদুল মান্নানকে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আবদুল মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার এলোমেলো কথাবার্তার সঙ্গে বাস্তবতার মিল না পাওয়ায়, সিসিটিভি ফুটেজ তাকে শনাক্ত করে পুলিশ তাকে এ মামলায় প্রধান আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর খামারের সবকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের ধরতে মাঠে নামে পটিয়া থানা পুলিশের বিশেষ টিম। ১৭ নভেম্বর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আন্তঃজেলা গরু ডাকাত চক্রের অন্যতম সদস্য মো. মোক্তার শাহকে (৪০) চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। মোক্তার পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বরর ওয়াডের বাড়ৈকারা এলাকার শাহ বাড়ির শামসুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

১৮ নভেম্বর দিনভর অভিযান পরিচালনা করে এ মামলায় আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—আবদুল রহমান ওরফে সুমন, দিদারুল ইসলাম। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে মঙ্গলবার দুপুরে।

গত ১২ নভেম্বর গভীর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের সামনে এআরএইচ এগ্রো চৌধুরী ডেইরি ফার্ম থেকে ২০-২২ জনের সংঘবদ্ধ একটি চোরের দল খামারের কেয়ারটেকার আবদুল মান্নানের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ১৯টি বিদেশি জাতের গরু ডাকাতি করে ট্রাকে তোলে নিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নামজুন নুর বলেন, খামারের কেয়ারটেকার আবদুল মান্নানের সহযোগিতায় গত ১২ নভেম্বর গভীর রাতে সংঘবদ্ধ একটি আন্তঃজেলা ডাকাত দল খামারের ১৯ টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর আমরা কেয়ারটেকারকে প্রধান আসামি দেখিয়ে কারাগারে পাঠিয়েছি। মঙ্গলবার তাকে রিমান্ড আবেদন করলে আদালতে এসময় আদালত তিনদিনের রিমান্ড মন্জুর করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm