পটিয়ার নবনির্বাচিত সাংসদের সঙ্গে পিআরইউ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের পটিয়া-১২ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচছা জানিয়েছেন পটিয়া রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) নেতৃবৃন্দরা।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে পটিয়া স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে পিআরইউ নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করতে যান। এসময় নেতৃবৃন্দরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। পটিয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা তাদের নিজ নিজ অবস্থান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পটিয়াসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাহসী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পটিয়ায় সাংবাদিকতার এক অতীত ঐতিহ্য রয়েছে। এই ধারা গতিশীল রাখবে পটিয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা। সেজন্য আমি আমার স্থান থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাউছার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কান্তি নাথ, অর্থ সম্পাদক মোহাম্মদ রিদওয়ান, দপ্তর সম্পাদক আকবর উদ্দিন খান, সদস্য আকরাম খান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!