চট্টগ্রামের পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন ভূঞা জনী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে পদাধিকার বলে ইউএনও মো. আলাউদ্দিন ভূঞা জনীকে আহ্বায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাবুদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি এ্যাডহক কমিটি গঠন করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমটি গঠন করার রূপরেখা জারি করেছে। ওই রূপরেখা অনুযায়ী নির্ধারিত ছক মোতাবেক উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমটি গঠন করা হলো। ইহা মহোদয়ের সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।
এ্যাডহক কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন—নাছির উদ্দিন, শাহজাহান চৌধুরী, মিশকাত আহাম্মদ, ক্রীড়া সাংবাদিক মু. শফিউল আজম, ক্রীড়া সম্পৃক্ত ছাত্র প্রতিনিধি হিসেবে শেখ আবদুল্লাহ আল মারুফ। এছাড়াও লিয়াকত আলীকে সভাপতির অনুমতিক্রমে কোনো সভায় বিশেষ প্রয়োজনে, বিশেষ কোনো সহযোগিতা/পরামর্শের জন্য সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হবে বলে চিঠিতে বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে লেগেছে পরিবর্তনের হাওয়া। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি গঠনের নির্দেশনা দেয়।
ডিজে