s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

পটিয়ায় সড়কে ঝরলো পিক আপের চালক-হেলপারের প্রাণ

0

বাঁশবাহী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল পিক আপের চালক ও হেলপারের। নিহত চালক বিমল দাশ (৫৫) ও হেলপার নয়ন দাশ (৩০) সম্পর্কে চাচা ভাতিজা।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া নয়াহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত চালক বিমল দাশ চন্দনাইশ উপজেলার জামিরজুরি এলাকার মুকন্দ দাশের ছেলে। হেলপার নয়ন দাশও একই উপজেলার দোহাজারি এলাকার মনোরঞ্জন দাশের ছেলে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

এদিকে নিহতদের মরদেহ তাদের দুই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুর রহমান জানান, ‘রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই একটি পিকআপের ভিতর চালক হেলপার গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। এসময় তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ধারনা করা হচ্ছে পিকআপের সামনের গাড়িটি বাঁশ বোঝাই ছিল। পেছন থেকে নিহতদের পিকআপটি জোরে ধাক্কা দিলেই এ ঘটনা ঘটে। বাঁশ বোঝাই ট্রাকটি পালিয়ে গেছে। অন্যদিকে, পিকআপটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm