পটিয়ায় ১৮ হাজারের বেশি পরিবার পাচ্ছেন ভর্তুকি মূল্যে টিসিবির ভোগ্যপণ্য

0

চট্টগ্রামের পটিয়ায় ১৮ হাজারেরও বেশি নিম্ন আয়ের পরিবারকে ন্যায্যমুল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য সরবরাহ করা হচ্ছে।

রোববার (২০ মার্চ) সকাল ১০টায় এই কার্যক্রম শুরু করা হয়। উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে ডিলারের মাধ্যমে। আগামী ১০ দিনের মধ্যে এই কর্মসূচি সম্পন্ন করা হবে।

কার্ডধারীদের দুই কিস্তিতে এই পণ্য দেওয়া হবে। প্রথম কিস্তি ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল।

প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা দেওয়া হচ্ছে।

উপজেলার মোট ১৮ হাজারেরও বেশি পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে। কোলাগাঁও ইউনিয়নে ১ হাজার ১২৯, হাবিলাসদ্বীপ ইউনিয়নে ৯০৬, কুসুমপুরা ইউনিয়নে ২ হাজার ২১, জিরি ইউনিয়নে ১ হাজার ৫৭৮, কাশিয়াইশ ইউনিয়নে ৫৮৭, আশিয়া ইউনিয়নে ৬৪৯, বড়লিয়া ইউনিয়মে ৬৫২, জঙ্গলখাইন ইউনিয়নে ৫৫৭, ধলঘাট ইউনিয়নে ৭৮৮, কেলিশহর ইউনিয়নে ১ হাজার ১৫৬, হাইদগাঁও ইউনিয়নে ১ হাজার ৬৬১, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে ৪২২, ভাটিখাইন ইউনিয়নে ৩৬৫, ছনহরা ইউনিয়নে ৬৫০, কচুয়াই ইউনিয়নে ৮০৭, খরনা ইউনিয়নে ৬০২, শোভনদন্ডী ইউনিয়নে ৭৪২ পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।

এছাড়াও পটিয়া পৌর এলাকায় পাবেন ২ হাজার ৫০০ পরিবার এই সুবিধা পাবেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে টিসিবির আঞ্চলিক খাদ্য সংরক্ষণাগারসহ উপজেলা পর্যায়ে ১৫টি ‍গুদামে ন্যায্যমূল্যের বিক্রির এসব পণ্য প্যাকেট করা হয়েছে। ‍প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় একটি করে স্পটে এই পণ্য বিক্রি হবে।

প্যাকেটে পণ্য নির্ধারিত পরিমাণে আছে কি না এবং প্রকৃত কার্ডধারীদের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে কি-না, তা মনিটরিং করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রমজানের প্রথম পর্যায়ে প্রত্যেক কার্ডধারীর কাছে ২ কেজি করে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে। চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি হবে। তিনটি পণ্যের প্যাকেজ হিসেবে একজন কার্ডধারীকে মোট ৪৬০ টাকার পণ্য কিনতে হবে। রমজান শুরুর পর দুই কেজি করে ছোলা বিক্রি করা হবে।

টিসিবি পণ্য বিতরণ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পণ্য বিক্রি চলবে। প্রাথমিক পর্যায়ে কার্ডধারীরা টিসিবির পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহে কোনো অনিয়মের সুযোগ নেই। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার এ ধরনের পদক্ষেপ নিয়েছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm