পদ্মা সেতুর উদ্বোধনে এসএ গ্রুপের আয়োজন

0

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানান কর্মসূচি পালন করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ।

শনিবার (২৫ জুন) সকালে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম।

আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম বলেন, ‘পদ্মা সেতু বাস্তবায়নে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই সেতুর ফলে দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ও প্রসারে ঘটবে।’

ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম বলেন, ‘পদ্মা সেতু দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। এতে করে শিল্পের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে।’

Yakub Group

পরে কেক কেটে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm