হালিশহরে বিদ্যুতের তারে রাজমিস্ত্রির মৃত্যু

0

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার রাস্তার একটি ব্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ৬০ বছর বয়সী এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুন) দুপুর ১টার দিকে জি-ব্লকের এক নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম গোলাপ মিয়া (৬০)। তিনি পরিবার নিয়ে হালিশহরের সবুজবাগ এলাকার খোকনের বস্তিতে থাকতেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, ‘আজ দুপুরে হালিশহরে জি-ব্লক এলাকায় ব্রিজে কাজ করার সময়ে অসাবধনতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়েন গোলাপ মিয়া। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এমএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm